বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ২ নং ইউনিয়নের জাতীয় পার্টিতে যোগদান ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৯ জানুয়ারি) শুক্রবার দুপুরে কেদারপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হোসেন এর সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকিতুর রহমান কিসলু।
ইউপি সদস্য মোহম্মদ জাকিয়া বেগমের আয়োজিত যোগদান অনুষ্ঠান ও সাংগঠনিক আলোচনা সভায়
আরো উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার,দেহেরগতি ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ আলামিন হাওলাদার নয়ন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাব্বি মোল্লা, জাতীয় পার্টি নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোঃ ইকবাল হোসেন, মোঃ আবু সাঈদ,৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুরুল হক, ছাত্রসমাজ নেতা মোহাম্মদ আসিফ, সজিব সজিব প্রমুখ।
উল্লেখ্য ইউপি সদস্য মোহম্মদ জাকিয়া বেগমের আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক নারী জাতীয় পার্টিতে যোগদান করেন।