বাবুগঞ্জ প্রতিনিধিঃ
বরিশাল বাবুগঞ্জ উপজেলা উওর দেহেরগতি গ্রামে বাড়ি ও মুরগী চুরির ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয়রা অভিযোগ করেন, তালাবন্ধ করে এক দিনের জন্যেও বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার সুযোগ নেই বাসিন্দাদের।
সোমবার দিনগত রাতে উওর দেহেরগতি গ্রামের এমদাদুল হক এর বাড়িতে হানা দিয়ে চোরেররা হাস মুরগীর ঘরের তালা ভেঙে ২০ টি হাস ও ৫ টি মুরগী নিয়ে জায়।
একই রাতে স্বপন ব্যপারীর ৮ টি হাঁস নিয়ে জায়।
এছারাও গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই ) রাতে মৃত্যু মালেক হাওলাদার এর পরিবারের গভীর রাতে চোরচক্ররা ঘরের ভিতর প্রবেশ করে নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যায়।
চোরের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
এ দিকে, চুরির ঘটনা ক্রমশ বাড়তে থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন দেহেরগতি এলাকার মানুষের। এলাকার এক নারী বলছেন, ‘‘পাড়ায় এখন দিনের বেলাতেও ঘরে একা থাকা দায় হয়ে উঠেছে। এলাকার প্রায় সমস্ত পুরুষ মানুষই দিনের বেলায় নানা কাজে বাইরে থাকেন। সেই সুযোগে এলাকা ঘুরে পরিদর্শন করে চোরের দল। রাতের দিকে যে ঘরগুলি তালাবন্ধ থাকে, সেখানেই হানা দিচ্ছে চোরের দল।’’
এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করা হবে।