বাবুগঞ্জ প্রতিনিধিঃবরিশালের বাবুগঞ্জের ঐতিহ্যবাহী বাহেরচর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন এর নব- নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাহেরচর বাজারে কেন্দ্রীয় ছাত্রমৈত্রী সহ-সভাপতি সুজন আহমেদ এর পরিচালনায় বাজার ব্যবসায়ী মোঃ মুজ্জামেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৩ আসনের সাবেক সাংসদ এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ মকিতুর রহমান কিছলু। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আব্দুল মান্নান, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম বেপারী, বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি এইচ. এম. কামাল হোসেন, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রশিদ মোল্লা, বাবুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, ছাত্রমৈত্রী নেতা সুমন আকন জুয়েল, বাজার সভাপতি মোঃ শাহ-আলম, সাধারণ সম্পাদক বজলুর রহমান
প্রমূখ।
