ইমন আল আহসান, কলাপাড়া প্রতিনিধি : মা ইলিশ রক্ষায় অবরোধ কালীন সময় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তার অংশ হিসেবে, ১৪ অক্টোবর সকাল ১০ টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ১১০৫ টি জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বালিয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান ও আওমীলীগ সভাপতি হুমায়ূন কবির ইউপি চত্বরে প্রতি জেলে পরিবারের হাতে ২০ কেজি করে চাল তুলে দেন। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম ও অবরোধ। চাল বিতরণ অনুষ্ঠানে মৎস্য প্রতিনিধি মো. মোহসীন রেজা, ট্যাগ অফিসার উপজেলা সিপিপি কর্মকর্তা আসাদুজ্জামান, ইউপি সদস্য, ইসমাই,রাকিবুল ইসলাম সোনা মিয়া, গ্রাম পুলিশ ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
