ইমন আল আহসান, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রিয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনকে গন সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসন মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ প্রাঙ্গন কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের গন মানুষের নেতা কলাপাড়ার কৃতি সন্তান আলহাজ এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপি’র সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি’র সদস্য মো. মোশতাক আহম্মদ পিনু, রাঙ্গাবালী উপজেলা বিএনপি’র সভাপতি আঃ রহমান ফরাজী, মহিপুর থানা বিএনপি’র সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারন সম্পাদক এ্যাড. মো. শাহ্জাহান পারভেজ, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আঃ আজিজ মুসুল্লী ও সাধারন সম্পাদক মোঃ মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু তালুকদার ও পৌর বিএনপি সাধারন সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সী।
