নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিএম কলেজের এক ছাত্রী (মাস্টার্স) নিজের হাতে এবং মুখমন্ডলে ধারালো ব্লেড দিয়ে আঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বিকেলে চারটার দিকে বরিশাল বিএম কলেজের সামনে
এ ঘটনা ঘটে। এসময় আহত শিক্ষার্থী শারমিন আক্তার প্রিয়াঙ্কাকে (২৬) উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রিয়াঙ্কা জিয়া সড়ক এলাকার শাহজাহান হাওলাদারের মেয়ে। তার গ্রামের বাড়ি উজিরপুর উপজেলার বাহেরঘাটে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রিয়াঙ্কা বলেন, বিএম কলেজের অর্থনীতি বিভাগে(মাস্টার) অধ্যায়নরত অবস্থায় বরিশাল লাকুটিয়া এলাকার পবন খার ছেলে শাওনের (২৫) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। আজ বিকেলে আমার
প্রেমিক শাওনের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে আমি নিজেই নিজের হাত এবং মুখ মন্ডলে ব্লেড দিয়ে কুপিয়ে জখম করি। পরে আমার প্রেমিক আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
এদিকে বিএম কলেজের সমনের একাধিক পথচারী জানান, প্রেমিক শাওনই প্রেমিকা প্রিয়াঙ্কাকে ধারালো ব্লেড দিয়ে কুপিয়ে জখম করেছে। আর প্রেমিককে বাঁচাতে প্রিয়াঙ্কা মিথ্যা কথা বলছে।’’