৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

‘বিকাশ হেড অফিস থেকে বলছি’ প্রতারক চক্রের তিন সদস্য হাতেনাতে আটক

বরিশাল বাণী:

র‌্যাব-৮ এর হাতে বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ব্যবহৃত ১৬টি মোবাইল সেট এবং ২৭টি সিমকার্ড জব্দ করা হয়। ৯ নভেম্বর গভীর রাতে  ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ডুমাইন গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ০১। মোঃ নূর আলম মোল্লা (১৯), পিতা-মোঃ আকবর মোল্লা, ০২। মোঃ শাহারুপ শেখ@অমি (১৮), পিতা- মোঃ সাজ্জাদ আলী কনক ও ০৩। মোঃ শাকিল শেখ (১৯), পিতা- মোঃ জিন্নাহ শেখ, সর্ব সাং- ডুমাইন, থানা-মধুখালী, জেলা- ফরিদপুর’দেরকে আটক করে।

ঘটনার বিবরনে জানা যায়, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন ও উক্ত সীমকার্ড ব্যবহার করে অসাধু ডিএসআর(বিকাশ এ্যাকাউন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগকৃত এ্যজেন্ট) গণের মাধ্যমে ভূয়া বিকাশ এ্যাকাউন্ট খোলে। প্রতারক চক্রের সদস্যরা দুর্নীতিপরায়ণ ডিএসআর গণের নিকট থেকে অর্থের বিনিময়ে বিকাশ এ্যজেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করে ঐসব ভূয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ