১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বিজিতদের দ্বারে দ্বারে গিয়ে গলাচিপা পৌর মেয়র সৃষ্টি করলেন অনন্য নজির

সজ্ঞিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা পৌরসভায় বইছে শান্তির সু-বাতাস। সদ্য নির্বাচিত পৌর মেয়র আহসানুল হক তুহিন (আ’লীগ) বিজিত প্রার্থীদের সাথে মালা বদল,কোলাকুলি করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মেয়র তুহিনের প্রতিদ্বন্দ্বি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা মু. মামুন আজাদ (বিদ্রোহী) ও ইসলামী আন্দোলনের নাজমুল হুদা রিপন। সোমবার মেয়র আহসানুল হক তুহিন প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময়, মালাবদল ও কোলাকুলি করেছেন। এ সময়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময়ে মেয়র তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পৌরসভার উন্নয়নে সার্বিক পরামর্শ, সাহায্য ও সহযোগীতা কামনা করেন। বিজিতরা সব ধরনের সহযোগীতা করার আশ্বাস দেন তাকে। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এ ঘটনায় পৌর নাগরিকদের মধ্যে নেমে এসেছে স্বস্তি। উল্লেখ্য গত ২৮ নভেম্বর গলাচিপা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ