মোঃগোলাম সরোয়ার মনজু।
বিতর্কিত শিক্ষা ব্যাবস্থা বাতিল ও সংশোধিত পাঠ্যক্রম প্রণয়নের দাবিতে পটুয়াখালীর মির্জাগঞ্জে মানববন্ধন করেছে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার ( ২৬ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামি ছাত্র আন্দোলন মির্জাগঞ্জ শাখার সভাপতি মুমিনুল ইসলাম ইমনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মো.আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবদুল ওদুদ গোলদার, উপজেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক আল-মামুন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
এসময় বক্তৃতারা বলেন, শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়নি, বরং আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য অস্ত্র তুলে দেওয়া হয়েছে। আগামী প্রজন্মকে রক্ষা করতে এই বিতর্কিত শিক্ষাক্রম বাতিল করতে হবে। বিতর্কিত এই শিক্ষাক্রম বাংলাদেশের মানুষ ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে। এই পাঠ্যক্রম বাতিল ও প্রণয়নের সাথে জড়িতদের দ্রুত শান্তির আওতায় আনতে হবে।