কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. মামুন (২৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকরিয়া পৌর সভার ৩নং ওয়ার্ড দক্ষিণ বাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মামুন ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় বাসিন্দা আরাফাত হোসেন বলেন, সন্ধ্যার দিকে নিজ বাড়িতে পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় মামুন।
চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বশিরুল আইয়ুব এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আজ শনিবার সকাল ১০টা জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।