নিজস্ব প্রতিবেদক: বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে মতবিনিমিয় সভা করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল। মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত নগরীর সদর রোডস্থ একটি অভিজাত রোস্তারায় এই সভা পরিচালনা করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ।
এতে অর্ধশতাধিক স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
বিভিন্ন মতামত ও পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম.আর তালুকদার মুজিব, অর্থপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহীন, ডা. কবিরুজ্জামান, ডা. কেএম জাহিদুল ইসলাম, নেফ্রোলজী বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আলী রুমী, ডা. মাহফুজুর রহমান, ইউরোলজী বিশেষজ্ঞ ডা. এ এইচ এম রফিকুল বারী, গ্যাস্ট্রোলজী বিশেষজ্ঞ ডা. সোলায়মান রূপম, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান সহ অন্যান্য চিকিৎসকরা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আঃ কুদ্দুস এবং বায়োফার্মা লিঃ এর সেলস ম্যানেজার জাহেদ জসিম উদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, পেশাজীবী থানার সভাপতি সুলতানুল আরেফিন।
হাসপাতালের সুপার সকলকে মতামত ও পরামর্শ প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বরিশাল বিভাগের সর্বাধুনিক বিশেষায়িত হাসপাতাল হবে ইসলামী ব্যাংক হাসপাতাল। মানুষকে যেন উন্নত চিকিৎসার জন্য আর ঢাকা মুখী হতে না হয় তেমন স্বপ্ন নিয়েই আমাদের এই প্রয়াস। এজন্য চিকিৎসকদের পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন বায়োফার্মা লিঃ এর রিজিওনাল সেলস ম্যানেজার হুমায়ুন কবীর, এরিয়া সেলস ম্যানেজার মামুনুর রশীদ, খন্দকার মোশতাক আহমেদ, ইসলামী ব্যাংক হাসপাতালের সিনিয়র অফিসার (প্রশাসন) আব্দুল রাজ্জাক, প্রশাসনিক কর্মকর্তা আশিকুল হায়দার মানিক সহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ।
