২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর নৌরুট : নাব্যতা বৃদ্ধি করতে ড্রেজিং প্রকল্পের কাজ শুরু আমুর সেই জমজমাট ভিআইপি বাড়িটি এখন ভূতুড়ে দেলাওয়ার হোসাইন সাঈদীকে দল গঠন করে দেয়ার প্রস্তাব দিয়েছিল আ.লীগ : মাসুদ সাঈদী মাত্র ৮ মাসেই হেফজ সম্পন্ন করে সাড়া ফেললো নাজিরপুরের শিশু নাফিউল আমতলীতে বিদ্যালয়ের নামাজ কক্ষে শিক্ষক দম্পতির সংসার! গৌরনদীতে ইউএনওর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে খাল পরিস্কারে ছাত্ররা বাকেরগঞ্জে বিষ দিয়ে মাছ মেরে ফেলার প্রতিবাদ করায় বৃদ্ধা নারীকে হত্যার চেষ্টা ।। ক্ষতিপূরণ পাবে পরিবার, ববি শিক্ষার্থী মাইশার নামে হচ্ছে ফুটওভার ব্রিজ মনপুরায় জাতীয় সমবায় দিবস পালিত উজিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত। 

বিশ্ব পরিস্থিতিকে মাথায় রেখে নিজেদের প্রস্তুত করতে হবে : বরিশালে সেনাপ্রধান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘আজকে বাংলাদেশ সেনাবাহিনী অনেক অর্জন করেছে। বাংলাদেশ জাতিসংঘে ১ নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এটা আমাদের পেশাগত মানের একটা জ্বলজ্বল উদাহরণ। আমাদের এই অর্জনে খুশি হয়ে থেমে থাকলে হবে না, আরও আগাতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগোতে হবে। বাংলাদেশ স্মার্ট হচ্ছে, সেই সঙ্গে সেনাবাহিনীকেও স্মার্ট হতে হবে। ভবিষ্যতের টেকনোলজি, রণকৌশল ও বিশ্ব পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে।’

আজ সোমবার দুপুরে বরিশালের শেখ হাসিনা সেনানিবাসে ১৫তলাবিশিষ্ট সেনাসদস্যদের পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি স্টেশন অফিসার্স মেস-বি, ডিভিশন মডেল রুম, ডিভিশন সুইমিংপুল, গ্যারিসন মসজিদ-৩-এর উদ্বোধন করেন।

সেনাপ্রধান বলেন, ‘স্থাপনাগুলো তৈরির মাধ্যমে সেনাসদস্যদের জীবনযাত্রার মান আগের চেয়ে আরামদায়ক হবে। তা সেনাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। উঁচু মনোবল থাকলে তখনই আপনারা সঠিক প্রশিক্ষণ করতে পারবেন এবং আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব হলো সেবা করা, বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা করা।’

সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আত্মত্যাগের মানসিকতা নিয়ে আমাদের সব সময় কাজ করতে হবে। কষ্ট করার জন্যই আমরা সেনাবাহিনীর এই চ্যালেঞ্জিং পেশায় এসেছি। নিজেদের প্রস্তুত করে দেশে-বিদেশে সরকার কর্তৃক যেকোনো দায়িত্ব সঠিকভাবে পালন করে মানুষের কাছে আমাদের নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া, সেনাসদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিক এবং বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ