এম সাইফুল ইসলাম (রাজু)—-
বরিশাল সিটি কর্পোরেশনের সাপ্লাই পানির পাইপ ফেঁটে প্রতিদিন অনেক পানি অপচয় হচ্ছে। যা আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে পানির পাইপটি ফাঁটা বা লিক থাকলেও কোন সংস্কার করা হচ্ছে না। এতে যেমন পানির অপচয় হচ্ছে তেমনি সময়েরও অপচয় হচ্ছে। কেননা অনেকটা পানি পরে যাওয়ার কারনে গ্রাহকরা ঠিক ভাবে পানির ফোর্স পাচ্ছে না। নগরীর ১১ নং ওয়ার্ড এপিবিএন অফিস বা চরেরবাড়ি সংলগ্ন রাস্তার পাশে যেখান থেকে পানি সাপ্লাই দেয়া হচেছ সেখানের পাইপ থেকে দীর্ঘদিন ধরেই পানি বের হচ্ছে এবং সড়ক তলিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, এখান থেকে অনেক দিন ধরেই পাইপ দিয়ে পানি বের হচ্ছে।
কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না। তাছাড়া এভাবে পানি অপচয় হলে তো সিটি কর্পোরেশনের লোকসান হচ্ছে। বেশি সময় ধরে গ্রাহকদের পানি দেয়া দরকার হয় তাতে করে বিদুৎ বিলের মাত্রাটাও বৃদ্দি পাচ্ছে। এ ব্যাপারে সংস্লিষ্ট পানি সাপ্লাই কেন্দ্রের অপারেটর পুরোজিৎ দাস বরিশাল বাণী’কে জানান, এখান থেকে দীর্ঘদিন ধরেই পারি বের হচ্ছে। এতে করে পানির অপচয় যেমন হচ্ছে তেমনি বেশি সময় ধরে পানি সাপ্লাই দিতে হচ্ছে । এ ব্যাপারে আমি সিটি কর্পোরেশনকে জানিয়েছি। তারা এসে দেখে গেছে শীগ্রই হয়তো এ সমস্যা সমাধান করা হবে বলে তিনি জানান। এহেন সমস্যা সমাধানের জোর দাবী জানাচ্ছে সচেতন মহল। কেননা এভাবে পানি অপচয় হতে থাকলে সিটি কর্পোরেশনের লোকসান দিন দিন বৃদ্দি পাবে। তাছাড়া যেকোন সময় পানির পাইপ আরো ফেটে পানি সাপ্লাই কাজে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা।