ভোলা প্রতিনিধিঃ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামালের মা মোসাম্মৎ মালেকা বেগম মঙ্গলবার সকাল ৭ টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের মৌটুপি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেণ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৯৭ বছর। তিনি ১ ছেলে , ২ মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
‘বীরমাতার’ মৃত্যুতে ভোলা জেলা প্রশাসক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন শোক জানিয়েছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ১৮ আগস্ট বীরমাতা মালেকা বেগম গুরুতর অসুস্থ হয়ে পরলে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হয়ে ২০ আগষ্ট সেনাবহিনীর সহযোগীতায় হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতলে (সিএমএইচ) নেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁকে ভোলার বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু বার্ধক্যের কাছে হার মেনে মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল ৭ট ৪০ মিনিটে চিরদিনের মতো না ফেরার দেশে চলে গেলেন বীরমাতা মোসাম্মৎ মালেকা বেগম।