মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী কলাতলা ফিরোজ মঞ্জিল নিবাসী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী মাহমুদ (৭৯) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১৩ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজেউন) মৃত্যু কালে তিনি স্ত্রী ও ৩ পুত্র সন্তানসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। তার বড় ও ছোটছেলে লন্ডনে বসবাস করেন। কুমিল্লায় নিজ কর্মস্থলে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অপ অনার প্রদান করা হয়। মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শেষে পটুয়াখালী গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে পটুয়াখালীর সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তার বিদেহী আত্মার কামনা করছি।
