মোঃ রাব্বী মোল্লা:
হঠাৎ ভারী বর্ষণে ছন্দপতন ঘটেছে রাজধানী ঢাকার জনজীবনে। বৃষ্টির পানিতে রাজধানীতে বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি জমে নগরীর অলিগলিসহ প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতার কারণে নগরবাসীর দুর্ভোগ চরমে উঠেছে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে।
কোথাও হাঁটু পানি আর সঙ্গে ড্রেনের ময়লায় একাকার অবস্থা।
ভ্যাপসা গরমের মধ্যে এই বৃষ্টি প্রকৃতি জলাবদ্ধতার সঙ্গে বৃষ্টির কারণে দেখা দিয়েছে যানবাহনের স্বল্পতা। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও মিলছে না যানবাহনের দেখা। আবার কোথাও কোথাও সড়কে ইঞ্জিনে পানি ঢুকে সিএনজি অটোরিকশা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে দেখা গেছে যাত্রীদের।
জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সবচেয়ে বেগ পোহাতে ভুক্তভোগিদের অভিযোগ, জলাবদ্ধতা প্রতিবছরই হয়।বৃষ্টি হলে পানি জমে জলাবদ্ধতাসহ সীমাহীন ভোগান্তির শিকার হতে হয়। সামান্য বৃষ্টিতে রাজধানীর সড়কগুলো জলাশয়ে পরিণত হয়। পানি ঢুকে পড়ে ঘরের ভেতরেও। কর্তৃপক্ষ সঠিক সময়ে রাস্তা এবং ড্রেনেজব্যবস্থার সংস্কার না করার কারণেই পানি সরতে পারছে না। সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতার।
রাজধানীর কোনও কোনও সড়কে হাঁটু পানি জমে গেছে। কাওরান বাজার, ফার্মগেট, মানিকমিয়া এভিনিউ, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭, সোবহানবাগ, বসুন্ধরা সিটি মুগদা মানিকনগর সহ পান্থপথ মোড় পার হয়ে গ্রিনরোডের কিছু জায়গা, পশ্চিম তেজতুরী পাড়া, ফকিরাপুর, খিলগাঁও, মতিঝিল, পল্টন, বারিধারা-বসুন্ধরা আবাসিক এলাকা বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিচু এলাকায় বাসাবাড়িতে এরই মধ্যে পানি উঠে গেছে। বৃষ্টিতে খেটে খাওয়া মানুষের চরম ভোগান্তি দেখা যায়।
ভুক্তভোগিরা জানিয়েছে, রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় ২০ মিনিটের রাস্তা পেরোতে লাগছে কয়েক ঘন্টা।প্রশাসনিক কার্যালয়ের প্রাণকেন্দ্র সচিবালয়ের আশপাশের এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
