নিজস্ব প্রতিবেদক ::: আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক ও শিক্ষার্থীকে অবহিত করা যাচ্ছে যে, আগামীকাল ৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার অনিবার্য কারণবশত সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে উল্লেখ্য যে, অফিসসহ ও অন্যান্য কার্যক্রম যথারীতি চলমান থাকবে।
বুধবার গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটে। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। আহতদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এ অবস্থায় বরিশাল নগরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।