২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

বেগম রোকেয়া দিবসে আমতলীর ৫ নারী পেল জয়িতার পুরুস্কার

হারুন অর রশিদ,
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রংয়ের বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশঃ শীর্ষক কার্যক্রমের আওতায় বরগুনার আমতলী উপজেলার ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান ও ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিমের সভাপতিত্বে সংবর্ধনা ও ক্রেষ্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান- ১ মোঃ মজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মনি, সিনিয়র মৎস্য কর্মকার্তা হালিমা সরদার, রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, সাংবাদিক ক্লাবের সভাপতি দেওয়ান মোস্তফা কবির। বক্তব্য রাখেন নির্বাচিত জয়িতা তাসলিমা পারভীন, ইসমত আরা কলি, সমাজ কর্মী শিউলী মালা ও মাহমুদা পারভীন সীমা প্রমুখ।

সংবর্ধনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সফল ৫ নারী জয়িতা সোহেলী পারভীন মালা, তাসলিমা পারভীন, মোসাঃ শাহিদা বেগম, নাজমা বেগম ও ইসমত আরা কলির হাতে ক্রেষ্ট তুলে দেয়া হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ