১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

“বৈচিত্র্যময় গ্রীষ্ম” –শুভজ্যোতি মন্ডল মানিক

বৈচিত্র্যময় গ্রীষ্ম
–শুভজ্যোতি মন্ডল মানিক

গ্রীষ্মের তাপ দাহ মাঠ- ঘাট শুকনো,
প্রাণ যায় জলজের
প্রাণীকুল থমকানো ক্লান্তিতে।
একফোঁটা জল নাই মেদিনীর বুক ফাটে
সূর্য্যের উত্তাপে,বর্ষার ছোঁয়া চায় সকলে।
গ্রীষ্মের উত্তাপে খাল বিল কেঁদে ওঠে,
দরদর ঘাম নামে গলা বুক শরীরে।

হাস ফাঁস করে সব
এই বুঝি গেলো প্রাণ নিদাঘে।
প্রকৃতি বউ যেন ছেঁড়া শাড়ী পরনে,
সবুজ আঁচল পুড়ে গেছে আগুনে।
বিবর্ন লাগে তারে ঝলসানো মুখ দেখে,
কৃষাণীরা ছোটে মাঠে কৃষকের সমানে,
কর্মের ব্যস্ততা ফসলের মাঠে।

আকন্দ,দেবদারু,মুকুন্দ,পারুল,
কিছু ফুল ফোটে বন বাদাড়ে।
মৌসুমি ফল পাকে,
জামাই ষষ্ঠী উৎসবে পাড়া মাতে।
বালকেরা দল বেধে গাছে গাছে ফল চাখে,
ঢিল ছোড়ে মৌমাছি সংসারে।

শেষ বলা গোধূলিতে বিতাড়িত বায়ু সেনা
ঈশানে ওত পাতে,বিদ্যুৎ চমকিয়ে ধমকানো
কন্ঠে রাত্রিতে ধেয়ে আসে মানবের জমিনে।
বৃষ্টির জল পড়ে ঝড়বাহী পবনে,
মাথাচাড়া দেয় তরু প্রকৃতি সেজে ওঠে গোঁপণে।

শুভজ্যোতি মন্ডল মানিক(শিক্ষক),মোড়েলগঞ্জ- বাগেরহাট।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ