১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বৈষম্য ঘুচিয়ে সাম্য বাড়াতে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি : “ বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধীকারের সুরক্ষা দাও”- এই শ্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধীকার দিবস উপলক্ষে পিরোজপুরে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও বেসরকারি সংস্থা। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শহরের টাউন ক্লাব সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম, প্ল্যান ইন্টারন্যাশনাল, সুশীলন, অপরাজিতা, রুপান্তর এবং এডাব,পিরোজপুর জেলা শাখা সম্মিলিত ভাবে এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় অন্যান্যের মধ্যে বক্কব্য রাখেন মহিলা পরিষদ সভাপতি মাতোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, লিগ্যাল এইড সম্পাদক মিনারা বেগম, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম সভাপতি মো: রফিকুুল ইসলাম পান্না, গন উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, বীর মুক্তিযোদ্ধা এমএ রব্বানী ফিরোজ, গৌরাঙ্গ দাস, সীমা বিশ্বাস। মানববন্ধনে বক্তারা মানবাধীকার সুরক্ষায় নারী পুরুষের বৈষম্য ঘুচিয়ে তাদের মধ্যে সাম্য বাড়ানোর তাগিদ দিয়েছেন। পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ