১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বোরহানউদ্দিনে ১৫৪ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক :: ভোলার বোরহানউদ্দিনে ১৫৪ পিস ইয়াবাসহ মোঃ শাহাবুদ্দিন(৩৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৮)।

সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার সদর রোড কুজেরহাটে মেসার্স আল-মদিনা রেস্টুরেন্টের ভিতরে তাকে আটক করা হয়। যা রাত ১০ টার দিকে বরিশাল রুপাতলী সদর অফিস থেকে প্রেরিত এক ইমেল বার্তায় আটক অভিযানের বিষয়টি নিশ্চিত করে।

আটক মোঃ শাহাবুদ্দিন ভোলার তজুমদ্দিনের কেয়ামুল্লা এলাকার মৃত সেরাজুল হকের ছেলে।

র‌্যাব জানায়- সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিনের সদর রোড কুজেরহাটে মেসার্স আল-মদিনা রেস্টুরেন্টের ভিতরে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ঘেরাও মোঃ শাহাবুদ্দিনকে আটক করে। এসময় কাছ থেকে ১৫৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ