বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা: “একটি হলেও বৃক্ষরোপণ করবো, জনে জনে সবুজ দেশের— সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”— এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্রশিবির কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান–২০২৫ এর অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ জুন) বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।
তিনি বলেন, “পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। গাছ শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং এটি আমাদের জীবন ও ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়নের নায়েবে আমীর দেলোয়ার (মাস্টার), ছাত্রশিবির বরিশাল জেলা শাখার বায়তুলমাল ও প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, বাবুগঞ্জ উপজেলা সভাপতি সৌরভ সরদার, সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং তা রোপণের মাধ্যমে স্থানীয় জনসাধারণকে পরিবেশবান্ধব উদ্যোগে অংশগ্রহণে উৎসাহিত করা হয়। বক্তারা পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
