নগরের ইপিজেড থানার নেভাল অ্যাভিনিউর একটি বেসরকারি ব্যাংকে বোমার ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টাকালে গ্রেফতার তারিকুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) কাজী মো. শাহাবুদ্দিন আহমেদ বলেন, মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলামকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, বুধবার বিকেলে তারিকুল ইসলাম নগরীর একটি বেসরকারি ব্যাংকে বোমার ভয় দেখিয়ে কর্মকর্তাদের জিম্মি করে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে র্যাব, পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।