হবিগঞ্জের মাধবপুরে উপজেলায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম পাঠান (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে মাধবপুর পৌর শহরের কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম ওই এলাকার আমজাদ পাঠানের ছেলে।
সিয়ামের চাচাতো ভাই নাহিদ পাঠান জানান, রাতে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলা শেষে বৈদ্যুতিক বাল্ব খুলতে গিয়ে সিয়াম বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাদিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।
