৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে ! নৌকা প্রতিকের মনোনয়নপত্র দাখিল করলেন এস এম শাহজাদা পিরোজপুর-৩ আসনে লাঙ্গল পেলেন না ৪ বারের এমপি, হবেন স্বতন্ত্র প্রার্থী বরিশালে বন্ধ করে দেয়া হলো দোকানে পাম্প বসিয়ে তেল বিক্রি অবরোধ সফল ও হরতাল পালন করতে বরিশাল মহানগর বিএনপি মশাল মিছিল বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল চেয়ারম্যান ১ আলহাজ... পটুয়াখালী-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বরিশালের ছয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৭ প্রার্থী বরিশালে অটোপাসের আশ্বাসে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে প্রধান শিক্ষক! বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল

ভাণ্ডরিয়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

ভাণ্ডরিয়া (পিরোজপুর) প্রতিনিধি :: পিরোজপুরের ভাণ্ডরিয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ইসমাইল মাতুব্বর (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার জুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে পিরোজপুর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার ইসমাইল মাতুব্বর ওই গ্রামের জাহাঙ্গীর মাতুব্ববের ছেলে।

থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে মেহমান আসায় শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে নির্যাতনের শিকার মেয়েটির মা তাকে স্থানীয় জুনিয়া বাজারে তার দাদার কাছে পাঠান। পরে দাদা একটি মুরগি কিনে দিয়ে মেয়েটিকে বাড়িতে যেতে বলেন। মেয়েটি স্থানীয় আলমগীর আকনের সুপারী বাগানের সামনের সড়কে পৌঁছলে বখাটে ইসমাইল মাতুব্বর মেয়েটির পথরোধ করে তার শ্লীলতাহানি করে। এসময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ইসমাইল ঘটনাস্থল ত্যাগ করেন। পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে তার পরিবারের সদস্যরা তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের দিকে রওয়ানা দেন। এসময় ইসমাইল তার স্বজনদের নিয়ে নির্যাতিত মেয়েটির পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে মেয়েটির চাচা মো. জসিম (৩০) ও কামাল হোসেন (৪২) গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাণ্ডরিয়া থানার ওসি ( তদন্ত) মো. মেহেদি হাসান জানান, নির্যাতিত মেয়েটির মা বাদী হয়ে ইসমাইল মাতুব্বরসহ ১১ জনকে আসামি করে শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাণ্ডরিয়া থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ এ মামলার প্রধান আসামি ইসমাইল মাতুব্বরকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে পিরোজপুর জেল হাজতে পাঠিয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ