ভাণ্ডরিয়া (পিরোজপুর) প্রতিনিধি :: পিরোজপুরের ভাণ্ডরিয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ইসমাইল মাতুব্বর (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার জুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে পিরোজপুর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার ইসমাইল মাতুব্বর ওই গ্রামের জাহাঙ্গীর মাতুব্ববের ছেলে।
থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে মেহমান আসায় শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে নির্যাতনের শিকার মেয়েটির মা তাকে স্থানীয় জুনিয়া বাজারে তার দাদার কাছে পাঠান। পরে দাদা একটি মুরগি কিনে দিয়ে মেয়েটিকে বাড়িতে যেতে বলেন। মেয়েটি স্থানীয় আলমগীর আকনের সুপারী বাগানের সামনের সড়কে পৌঁছলে বখাটে ইসমাইল মাতুব্বর মেয়েটির পথরোধ করে তার শ্লীলতাহানি করে। এসময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ইসমাইল ঘটনাস্থল ত্যাগ করেন। পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে তার পরিবারের সদস্যরা তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের দিকে রওয়ানা দেন। এসময় ইসমাইল তার স্বজনদের নিয়ে নির্যাতিত মেয়েটির পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে মেয়েটির চাচা মো. জসিম (৩০) ও কামাল হোসেন (৪২) গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাণ্ডরিয়া থানার ওসি ( তদন্ত) মো. মেহেদি হাসান জানান, নির্যাতিত মেয়েটির মা বাদী হয়ে ইসমাইল মাতুব্বরসহ ১১ জনকে আসামি করে শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাণ্ডরিয়া থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ এ মামলার প্রধান আসামি ইসমাইল মাতুব্বরকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে পিরোজপুর জেল হাজতে পাঠিয়েছে।