১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাণ্ডারিয়ায় যুব মহিলা লীগের সভাপতি যুথী গ্রেপ্তার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের ভাণ্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের একটি যৌথ দল ওই নেত্রীর ভাণ্ডারিয়ার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে।

তিনি ভাণ্ডারিয়া পৌরশহরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, ককটেল বিস্ফোরণ করে পিরোজপুর বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

পিরোজপুর ডিবি পুলিশের পরিদর্শক জানান, পিরোজপুর সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ওসি আহম্মেদ আনওয়ার জানান, আসমা সুলতানা যুথীর বিরুদ্ধে ভাণ্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।’

সর্বশেষ