১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভান্ডারিয়ায় করোনা উপসর্গ নিয়ে সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ভান্ডারিয়ায় করোনা উপসর্গ নিয়ে মো. আবুল আহসান (৬২) নামে এক সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাতে তিনি মারা যান। আবুল আহসান উপজেলার ১২৮ নম্বর নিজ পশারিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলার ধাওয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) এইচএম জহিরুল ইসলাম জানান, জ্বর-সর্দি, কাশিসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে গত ৭-৮ দিন ধরে ভুগছিলেন আবুল আহসান। ওই দিন রাতে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ