পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুর ভান্ডারিয়া উপজেলায় করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে মাহবুব আলম সেলিম (৫৫) নামে এক ব্যবসায়ী ও মো. হালিম শরীফ জসিম (৫০) সাবেক পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু ঘটেছে।
রোববার (০৪ এপ্রিল) দিনগত রাতে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জ্বর ও করোনা উপসর্গ নিয়ে গত শনিবার পৌর শহরের বাসিন্দা মো. ইসমাইল হোসেনের ছেলে ব্যবসায়ী মো. মাহাবুব আলম সেলিম ও উপজেলার পৈকখালী গ্রামের বাসিন্দা আলী আকবর শরীফ ছেলে সাবেক পল্লী বিদ্যুৎ কর্মচারী মো. হালিম শরীফ জসিম ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল আফিসার ডা. মো. বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত দুই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তিও পর তাদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হয়। কিন্তু রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় দু’জনই মারা যান।