২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ভান্ডারিয়ায় নদী থেকে মানসিক ভারসম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. নজরুল ইসলাম (২৬) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ ‍নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১জুলাই) বিকালে স্থানীয় পোনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব ধাওয়া গ্রামের মোশারেফ হোসেন সর্দারের ছেলে।
ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ মাসুমুর রহমান মিলু জানান, ওই দিন বেলা ৩টার দিকে স্থানীয় মল্লিক বাড়ির সংলগ্ন পোনা নদীতে স্থানীয়রা ওই যুবকের মরদেহটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ হন। তাকে ওই দিন দুপুরে স্থানীয়রা তাদের বাড়ির সামনের পোদ্দার খালে গোসল করতে নামতে দেখে। তারা আরো জানান, ওই যুবক প্রায়ই ভান্ডারিয়া থেকে নদী সাঁতরিয়ে বাড়ি ফিরতেন আবার বাড়ি থেকে সাঁতরিয়ে ভান্ডারিয়া যেতেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ