এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ খলিলুর রহমান (৩৫) নামের এক আসামি আটক করেছে।
সোমবার (২রা নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় জীবননগর পৌরশহরের পিচমোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত আসামি খলিলুর রহমান জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর (স্কুলপাড়া) গ্রামের সামাদ মল্লিকের ছেলে।
জীবননগর থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার জাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে জীবননগর থানার একদল চৌকস পুলিশ সদস্য পৌরশহরের নারায়ণপুর পিচমোড় এলাকায় রবিবার সন্ধ্যার সময় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ বোতল ফেন্সিডিলসহ খলিলুর রহমানকে আটক করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।