২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফল স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত গলাচিপায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় স্বাধীনতা দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে দুমকিতে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল নলছিটিতে ছাত্রদলের আয়োজনে কুরআন তেলওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া 'একজন আপোষহীন নেত্রী' — আবু নাসের মো: রহমাতুল্লাহ শেবাচিম এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ  মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, হাসপাতালে ভর্তি ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় ৫ কবরের লা*শ-কাফনের কাপড় চু*রি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি ::: ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর ৭নং ওয়ার্ডের মিরা বাড়ি ও হাজী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে রাতের আঁধারে পাঁচটি কবর থেকে মৃত ব্যক্তির লাশ ও কাফনের কাপড় চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ লাশগুলো চুরি হয় বলে ধারণা করছেন স্থানীয়রা।

মৃত ব্যক্তিরা হলেন- আবুল খায়ের মীর, হাজু বেগম, কহিনুর বেগম, সায়মনের আম্মা ও আবদুল মালেক।

স্থানীয় মফিজুল ইসলাম জানান, শনিবার ফজর নামাজের পর আমি কবর জিয়ারত করার সময় দেখতে পাই আমার ভাতিজির কবরে গর্ত দেখা যায়। পরে আমি ভাতিজীর কবরে কিছু মাটি দেওয়ার জন্য স্বজনদের বলি। দশটার দিকে আমার ছেলে আমাকে সংবাদ দেয় ওই কবরস্থানের ২টি কবর থেকে ২টি লাশ ও ৩টি কবর থেকে কাফনের কাপড় চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ লাশ চুরির ঘটনা শুনে এলাকার মানুষ গিয়ে ভিড় করে। এমন ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ।

এ ব্যাপারে লাশের স্বজন ও স্থানীয়দের দাবি, যারা এ অপকর্ম করেছে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

এ ব্যাপারে দৌলতখান থানার ওসি জানান, আমি এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই সেখানে ফোর্স পাঠিয়েছি। তদন্তপূর্বক চোরচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ