ইয়াছিনুল ঈমন , ভোলা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষে ভোলা জেলার অন্তর্গত ১২ ইউনিটের মাঝে ফরম বিতরণ শুরু করেছে ভোলা জেলা যুবদল। ২৭ ডিসেম্বর বিকেল ৪ টায় ভোলা জেলা যুবদলের জেলা কার্যালয়ে ফরম তথ্য ফরম বিতরণ শুরু হয়। ১২ ইউনিট এর মধ্যে ৭ ইউনিটের কাছে ফরম বিতরণ করেন ভোলা জেলা যুবদল। ফরম বিতরণ করা ৭ ইউনিট হল চরফ্যাশন উপজেলা , চরফ্যাশন পৌরসভা, মনপুরা উপজেলা, দৌলতখান পৌরসভা ও দৌলতখান উপজেলা, বোরহানউদ্দিন পৌরসভা ও বোরহানউদ্দিন উপজেলা। যুব দলের বাকি ৫ ইউনিটের কাছে আগামীকাল ফরম বিতরণ করা হবে।
ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমের সঞ্চালনায় ফরম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস , সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন ,চরফ্যাশন উপজেলা যুবদলের সভাপতি আশরাফুর রহমান দিপু মনপুরা উপজেলা যুবদল সভাপতি রাজিব চৌধুরি , চরফ্যাশন পৌর যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম রাসেল প্রমুখ ।
আগামী সাত দিনের মধ্যে সঠিক তথ্য দিয়ে তথ্য ফরম পূরণ করে জমা দানের জন্য নির্দেশ প্রদান করেন ভোলা জেলা যুবদলের নেতৃবৃন্দ।