১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইয়াছিনুল ইমন, ব্যুরো চীফ, ভোলা।

ভোলার বোরহানউদ্দিনে নদীর তীর থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  আজ শনিবার ভোররাতে উপজেলার সাচড়া ইউনিয়নের তেতুলিয়া নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বিপিএম জানান, কাচারির খাল লঞ্চঘাট এলাকার তেতুলিয়া নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল ট্রলার নিয়ে রাতভর খোঁজা-খুজি করে ভোররাতে সাচড়া ইউনিয়নের তেতুলিয়া নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া মরদেহটি পরিচয় এখনো পাওয়া যায়নি। আনুমানিক ৩০ বছর বয়সের ওই যুবকের মরদেহটি নদীতে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উদ্ধার হওয়া মরদেহটি ময়না তদন্তের জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ