১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলায় অতিরিক্ত যাত্রী বহন: ২ লঞ্চ ও ইজারাদারকে জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি ::: ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণে ভোলা-ঢাকা রুটের দুটি লঞ্চ ও ইজারাদের ৫০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৪ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ এ জরিমানা করেন।

জরিমানা আদায় করা লঞ্চগুলো হলো দোয়েল পাখি-১ ও ১০। এছাড়া অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইলিশা তালতলি ঘাটের ইজারাদের সরয়ারদির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, ঈদে যাত্রীদের দুর্ভোগ লাগব এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে এ অভিযান চলছে। যা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কর্মস্থলে থাকা তিন লাখের অধিক যাত্রী প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ভোলায় আসেন। কিন্তু প্রয়োজনের তুলনায় কম সংখ্যক লঞ্চ থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ফিরছেন মানুষ।

সর্বশেষ