৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম।। বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় বন্ধ ঘোষণা বরিশাল সিটিতে নৌকা বিজয়ের লক্ষে ১৪ দলের সমন্বয় সভা অনুষ্ঠিত এক যুগ পর মঠবাড়িয়া পৌর নির্বাচন : কে হবেন নৌকার মাঝি! ১০টি স্মার্ট ফোন উদ্ধার করেছে ভোলা গোয়েন্দা পুলিশ পবিপ্রবিতে এনবিএ-র নতুন কমিটি গঠন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন : নৌকার সমর্থেন বানারীপাড়া আ.লীগ নেতৃবৃন্দের গণসংযোগ আমি সর্বাত্তকভাবে চেষ্টা করবো নগরবাসীর প্রয়োজনে কাজ করার : খোকন সেরনিয়াবাত ভোলার গ্যাস বরিশালে আনাসহ ১৭ দফা ইশতেহার হাতপাখার প্রার্থীর পটুয়াখালীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করল বিএনপি

ভোলায় আরো ১৫ জনের করোনা শনাক্ত

ভোলা প্রতিনিধি :: ভোলা জেলায় গত ২৪ ঘন্টায় আরো ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৬ জন, দৌলতখান উপজেলায ৩ জন, বোরহানউদ্দিন উপজেলায় ২ জন ও মনপুরা উপজেলায় ৪ জন রয়েছে। এনিয়ে ভোলা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪১৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৬ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৫ জনের।

আজ বুধবার ভোলা সিভিল সার্জন দপ্তর সূত্র এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৪১৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৬ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৮৭ জনের মধ্যে সুস্থ ৯৮ জন। দৌলতখানে আক্রান্ত ৩১ জনের মধ্যে সুস্থ ২৬ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৫৩ জনের মধ্যে সুস্থ ২৯ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৩১ জনের মধ্যে সুস্থ ১০ জন, লালমোহনে আক্রান্ত ৪০ জনের মধ্যে সুস্থ ২৯ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪৬ জনের মধ্যে সুস্থ ৩৪ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ২৬ জনের মধ্যে সুস্থ ১০ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৫ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৪০৯৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৮৮২ জনের। এছাড়া ২১৩ জনের রির্পোট এখনো অপেক্ষমান রয়েছে।

অপরদিকে নতুন করে আরো ৩১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৫২৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এর মধ্যে ৪৯৪৫ জনের হোম কোয়ারেন্টাইন সমাপ্ত হয়েছে। বর্তমানে আছে ৩৩৮ জন। আইসোলেশনে আছে ১৫ জন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ