১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলায় চালু হচ্ছে পিসিআর ল্যাব

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি :: ভোলার পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির করোনা পরীক্ষার জন্য ভোলার স্বাস্থ্য বিভাগকে ৫ হাজার নমুনা সংগ্রহ কিট দিয়েছেন। আজ সোমবার দুপুরে পৌর ভবনে মেয়র মোহাম্মদ মনিরুজ্জমান ভোলার সিভিল সার্জন অফিসে প্রতিনিধি এম আলমের কাছে ওই কিট হস্তান্তর করেন।

এদিকে করোনা ভাইরাস সনাক্ত করার জন্য ভোলা সদর হাসপাতালে একটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে।

ভোলা সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী জানান, ইতোমধ্যে টেকনোলজিস্টসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ শেষ হয়েছে। এই ল্যাবের জন্য ২জন ডাক্তার পদায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, তারা যোগদান করলেই ভোলা ২৫০ শয্যার জেলারেল হাসপাতালে পিসিআর ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষা চালু হবে। আগামী ১ সপ্তাহের মধ্যে এই ল্যাবটি থেকে পরীক্ষা কার্যক্রম শুরু করা যাবে।

সর্বশেষ