ভোলা প্রতিনিধি।
ভোলায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) বিকালে শহরের কে-জাহান মার্কেটের সামনে থেকে মিছিল বের হয়ে ভোলা জেলা ছাত্রদলের কার্যালয়ের এসে শেষ হয়।
ভোলা জেলা ছাত্রদলের নেতা শাখাওয়াত শাকিল ও নূর মোহাম্মদ রুবেলের নেতৃত্ব মিছিলটি হয়।এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ, মোঃশাকিল,মোঃআলী,ভোলা থানা ছাত্রদল নেতা নুরুল ইসলাম বাপ্পি মোঃশাখওয়াত হোসেন (শামিম), মাহফুজ রহমান বাপ্পী,তারেক সিকদার,মোঃনয়ন,মোঃরুবেল,মোঃআরিফুল ইসলাম আমজাদ,তালহা জুবায়ের, নজরুল ইসলাম,মোঃসজীব,ভোলা পৌর ছাত্রদল নেতা মোঃ ইব্রাহিম, মোঃ ইমরান হোসেন,সাঈদ ইশতিয়াক পিয়াস,আশিকুর রহমান,মোঃজিহাদ,মোঃহাবিব, ইয়ামিন, ভোলা কলেজ ছাত্রদল নেতা জানে আলম আকাশ সাব্বির হোসেন ইভান, সিকদার রহমান মিম,মাকসুদুর রহমান,আরাফাত জিকু,মোঃরায়হান,নাহিদ,নাঈম,রেজওয়ান সহ অন্যান ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ।
পরে জেলা ছাত্রদল কার্যালয়ে কেক কেটে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়