২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩ কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত চাঁন মিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করতে পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবী শোভন। বরিশাল বাণী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফ ঢাকায় গ্রেফতার ঝালকঠিতে মেলা শেষে পরে আছে বিধ্বস্ত খেলার মাঠ বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তীব্র ভাঙন পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন আলী আশ্রাফ বাউফলে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের... শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ : প্রাণিসম্পদ মন্ত্রী

ভোলায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিবন্ধীকে কুপিয়ে জখম

দৌলতখান প্রতিনিধি :: ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রিনা আক্তার (২২) নামের এক প্রতিবন্ধীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রিনা বর্তমানে গুরুতর আহত অবস্থায় দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হেলিপোর্ট সংলগ্ন লন্ডন হাজী বাড়িতে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রিনার বাবা হাতেম জানান, দীর্ঘ ৩০ বছর ধরে আমরা পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করে আসছি। গত ৩ মাস পূর্বে ফখরুল গংড়া আমার জমিতে ইট বালি রাখে। আজ জমির বেড়া ও সীমানা পিলার ভেঙে পাকা ভবন নির্মাণ করতে গেলে আমি বাধা দেই। এসময় ফখরুল গংড়া ৪-৫ জন মিলে ধারালো অস্ত্র নিয়ে আমার উপর ঝাপিয়ে পড়ে। এ সময় আমি সরে গেলে ফখরুল ধারালো অস্ত্র দিয়ে আমার প্রতিবন্ধী মেয়ে রিনার মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। এরপর আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।

অপরদিকে প্রতিপক্ষ ফখরুল জানায়, আমাদের জমি হাতেমরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভাবে দখল করে আসছে। আমরা নিজ জমিতে ঘর নির্মান করছিলাম, এ নিয়ে কোনো মারামারির ঘটনা ঘটেনি।
অপরদিকে উক্ত ঘটনায় স্থানীয়রা মুখ খুলতে রাজি হয়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, রিনা আক্তারের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ক্ষতস্থানে ৩ টি সেলাই দেয়া হয়েছে।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ