দৌলতখান প্রতিনিধি :: ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রিনা আক্তার (২২) নামের এক প্রতিবন্ধীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রিনা বর্তমানে গুরুতর আহত অবস্থায় দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হেলিপোর্ট সংলগ্ন লন্ডন হাজী বাড়িতে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রিনার বাবা হাতেম জানান, দীর্ঘ ৩০ বছর ধরে আমরা পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করে আসছি। গত ৩ মাস পূর্বে ফখরুল গংড়া আমার জমিতে ইট বালি রাখে। আজ জমির বেড়া ও সীমানা পিলার ভেঙে পাকা ভবন নির্মাণ করতে গেলে আমি বাধা দেই। এসময় ফখরুল গংড়া ৪-৫ জন মিলে ধারালো অস্ত্র নিয়ে আমার উপর ঝাপিয়ে পড়ে। এ সময় আমি সরে গেলে ফখরুল ধারালো অস্ত্র দিয়ে আমার প্রতিবন্ধী মেয়ে রিনার মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। এরপর আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।
অপরদিকে প্রতিপক্ষ ফখরুল জানায়, আমাদের জমি হাতেমরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভাবে দখল করে আসছে। আমরা নিজ জমিতে ঘর নির্মান করছিলাম, এ নিয়ে কোনো মারামারির ঘটনা ঘটেনি।
অপরদিকে উক্ত ঘটনায় স্থানীয়রা মুখ খুলতে রাজি হয়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, রিনা আক্তারের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ক্ষতস্থানে ৩ টি সেলাই দেয়া হয়েছে।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”