ভোলা প্রতিনিধি ::: নতুন মডেলের মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবার ওপর অভিমান করে উৎসব দে (১৭) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ভোলা শহরের আবহাওয়া অফিস রোড এলাকায় এ ঘটনা ঘটে।
উৎসব ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডের আবহাওয়া অফিস রোড এলাকার উদয় দের ছেলে। সে নাজিউর রহমান কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক মাস আগে উৎসব তার বাবার কাছে একটি মোটরসাইকেলের জন্য বায়না ধরে। কিছুদিন আগে উৎসবকে একটি মোটরসাইকেল কিনেও দেন বাবা। কিন্তু সেই মোটরসাইকেল উৎসবের পছন্দ হয়নি। সে নতুন মডেলের মোটরসাইকেল কিনে দেয়ার জন্য বায়না ধরে।
এ নিয়ে গত ২ দিন ধরে বাবার ওপর অভিমান করে বাড়িতে খাওয়া-দাওয়া করছিল না সে। বৃহস্পতিবার বিকেলে তার রুমের দরজা বন্ধ করে ঘুমিয়েছিল। সন্ধ্যার পর তাকে ডাকাডাকি করলেও সে দরজা না খোলায় রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার। উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।