১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বেপরোয়া বালু উত্তোলনে ভেঙ্গে গেছে ২৮ কোটি টাকার বেড়িবাঁধ কুয়াকাটায় ৬ কেজি গাঁ*জাসহ গ্রেফতার-১ বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ১৩১ রোগী বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চরফ্যাশনে জামাতাকে জিম্মি করে চাঁ*দা আদায়, শাশুড়িকে ধ*র্ষ*ণ নাজিরপুরে আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডা*কা*তি, মা-ভাইকে কুপিয়ে টাকা ও স্বর্ণ লু*ট পটুয়াখালীতে গাজাঁ-ফেনসিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ ৩৯ জনের বিরুদ্ধে যুবদল নেতার মামলা উপদেষ্টা হিসেবে বশির-মাহফুজ-ফারুকীর শপথ গ্রহণ

ভোলায় পূজা মন্ডপের গেট ভাঙচুরের সময় হিন্দু যুবক আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি ::: ভোলায় পূজা মণ্ডপের গেট ও আলোকসজ্জায় ঢিল ছোড়া ও ভাঙচুরের চেষ্টার অভিযোগে শিমুল চন্দ্র (৩৫) নামে এক হিন্দু যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) জেলা সদর উপজেলার বাপ্তা শক্তি সংঘ মন্দিরে এ ঘটনা ঘটে।

আটক শিমুল ওই এলাকার মৃত মধু চন্দ্রের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তবে পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, বাপ্তা মন্দির থেকে প্রায় ২০০ গজ দূরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গেট ও আলোকসজ্জা নির্মাণ করা হয়।

বুধবার (১০ অক্টোবর) সকালে হঠাৎ করেই ওই যুবক চিৎকার দিয়ে এসে আলোকসজ্জায় ঢিল ছোড়ে। এ সময় তাকে আটক করে ভোলা সদর মডেল থানায় নিয়ে যায় মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ।

ভোলা সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয় দে বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি, শিমুল চন্দ্র দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তবে আলোকসজ্জায় ঢিল ছোড়া দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

ভোলা সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক যুবক মানসিক ভারসাম্যহীন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, আমরা বিষয়টির তদন্ত করছি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধর্মীয় উপাসনালয় বিশৃঙ্খলার দায়ে অভিযুক্ত যুবককে আটকের ঘটনায় ওই পুলিশকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ।

সর্বশেষ