১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ভোলায় বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থীদের দেয়া হলো স্কুল ভ্যান

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।

ভোলাঃ ভোলায় বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে অটো ভ্যান ও ফ্যান দিয়েছে রোটারী ক্লাব ।
রোটারী ক্লাব স্কাইন ঢাকার আয়োজনে ও ১৭ টি ক্লাবের সহযোগীতায় শনিবার (৩ এপ্রিল) দুপুরে ভোলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ বিতরন অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, রোটারি ক্লাব প্যারাগন সভাপতি শেখ সাদী খান, রোটারী ক্লাব গ্রেটার সভাপতি শহীদুল্লাহ কাওসার, রোটারী ক্লাব ধানমন্ডী সেন্টাল সভাপতি আমার উল হক কনক, গ্রেটার সাবেক সভাপতি নাজমুল হোসাইন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাধারন সম্পাদক অমিতাব অপু ।
শুভেচ্ছা বক্তব্য রোটারী ক্লাব স্কাইলাইন ঢাকার সদস্য মেজবাহ উদ্দিন শিপু, বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকার সভাপতি প্রভাষক খাদিজা আকতার স্বপ্না।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিক ও সংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে।
এরআগে এ স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরন করে ক্লাবটি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ