ভোলা প্রতিনিধি।।
ভোলা-বরিশাল রুটের ভেদুরিয়া ঘাট দখলের পাশপাশি এক স্কুল শিক্ষকের জমি দখলের অভিযোগ উঠেছে আলাউদ্দিন নামের স্পিডবোট ড্রেইভারের
বিরুদ্ধে।
বৃহষ্পতিবার (০৮ জুলাই) সকালে ভোলা প্রেসক্লাবে এক সংসাদ সম্মেলনে আলাউদ্দিনকে ভুমি দস্যু উল্লেখ করে শহরের ভোলার আব্দুর রব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান ও তার স্ত্রী নাজমা বেগম জানান, তিনি ১৯৯৮ সালে ভেদুরিয়া লঞ্চঘাটের পাশে এক একর ১৩ শতাংশ জমি ক্রয় করেন। আলাউদ্দিন তার জমি দখল করে দোকান ঘর নির্মান করেন। তাকে ভাড়া দিবে বললেও তা না দিয়ে উল্টো তাকে প্রাণ নাশের হুমকী দেয়। তার স্ত্রীর অশোভন আচরন করে।
আলাউদ্দিন ভোলা-বরিশাল রুটের শতাধিক স্পিডবোট মালিক সমিতির সভাপতি সেজে নিজেই ওই এল্কাায় রামরাজত্ব শুরু করে। তার অত্যাচারে অতিষ্ট হয়ে গত কয়েক দিন ধরে ওই ঘাটের স্পিডবোট মালিক ও শ্রমিকরা আলাউদ্দিনের বিচার দাবিতে বিক্ষোভ করেন।
শিক্ষক মন্নান অভিযোগ করেন, গত কয়েক বছর আলাউদ্দিনের বিচার দাবি করে তিনি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও বিচার পান নি। আলাউদ্দিনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান নি। তাই তিনি এবার সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে বিচার দাবি করছেন।