নিজস্ব প্রতিবেদক ।। পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতা জের ধরে একই পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসী বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সকাল ৯টায় বাড়ি থেকে ডেকে নিয়ে তাদেরকে মারধর করা হয় ।
আহতরা হল ওই থানার ৪ নং ওয়ার্ড বড় শৌলা গ্রামের বাসিন্দা আলতাফ সিকদার ,শাহজাহান সিকদার , শামসুন্নাহার বেগম ,শাহনাজ বেগম।
আহত আলতাফ সিকদার বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এবং বাকিরা উপজেলা স্বাস্থ্য ভর্তি আছে।
আহত সূত্রে জানা যায়, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোঃ শামীম নেওয়াজের জাতীয় নির্বাচনের পক্ষে কাজ করেছিল ভুক্তভোগী পরিবার।
তারা ত্যাগী আওয়ামী লীগ পরিবার। কিন্তু প্রতিপক্ষরা জাতীয় পার্টির সাপোর্টার । তারা নির্বাচনে জয়ী হতে না পারে বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন শামীম ,রুবেল, জাকারিয়া ,শাহীন ,রুবেল জোমাদ্দার, খালেক সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে পিটিয়ে জখম করে।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে মামলাদারের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।