১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নাজিরপুরে পাশাপাশি খোঁড়া হচ্ছে একই পরিবারের সেই ৪ জনের কবর ভোলায় পূজা মন্ডপের গেট ভাঙচুরের সময় হিন্দু যুবক আটক রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন কলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করতে দু-পক্ষের হামলা, আহত-৫ ঝালকাঠিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছাত্রলীগের সাবেক সম্পাদক বরগুনায় ধ*র্ষ*ণ প্রতিরোধক জুতা আবিষ্কার করলো স্কুলছাত্র দুমকিতে ছাত্র ব*লাৎকা*রের অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক বরিশালে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা স্কুল-কলেজের শিক্ষার মতো মাদ্রাসা শিক্ষাকেও কর্মমুখী করতে হবে: স্বপন মুলাদীতে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

মঠবাড়িয়া বিএনপি নেতা দুলালকে দল থেকে বহিষ্কার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণেই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড।

এরআগে মঠবাড়িয়া উপজেলাব্যাপী দখল ও চাঁদাবাজি নিয়ে প্রতিবেদন করায় গত রোববার সন্ধ্যার পর রাজধানীর শেওড়াপাড়ায় অনলাইন নিউজ পোর্টাল বার্তাবাজারে গিয়ে হুমকি দেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল। এ সময় তার সাথে ছিলেন উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, বিএনপি নেতা জসিম ফরাজী ও শামস শওকতসহ আরো ৬ থেকে ৭ জন।

জানা গেছে, ওইদিন বিকেলে দলবল নিয়ে কারওয়ান বাজারে দৈনিক মানবজমিনের অফিসেও যায় দুলাল ও তার এই সঙ্গীরা। সেখানেও তারা গণমাধ্যমের কর্মীদের সঙ্গে ঔদ্ধত্বপূর্ণ আচরণ করেন।

একাধিক ভুক্তভোগী জানান, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল ও পৌর বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবিরের নির্দেশে দলটির নেতাকর্মীরা অনেক কিছু দখলে নেয়। মধ্যরাতে মোটা অঙ্কের আর্থিক সমঝোতায় কিছু প্রতিষ্ঠান ফেরত দিয়েছে। আবার কিছু প্রতিষ্ঠানের আসবাবপত্র লুটপাট করেছে। ডায়াগনস্টিক সেন্টার দখল, ড্রেজার ব্যবসা নিয়ন্ত্রণ, ডিস এবং ইন্টারনেট ব্যবসা দখল, চাঁদা ও ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের আশ্রয় এবং উপজেলা থানা-পুলিশ নিয়ন্ত্রণসহ অসংখ্য অভিযোগ ওঠে মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা জসিম ফরাজিসহ অনেকের বিরুদ্ধে।

সর্বশেষ