২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

মঠবাড়ীয়ায় ছাত্রলীগের বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণায় নেতাকর্মীদের আনন্দ-উল্লাস

অনলাইন ডেস্ক :: পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এতে উল্লাস প্রকাশ করেছে উপজেলা ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতা-কর্মীরা।

কমিটি বাতিল করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও পিরোজপুর জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছে উপজেলার পদ-প্রত্যাশী নেতাকর্মীরা।

মঠবাড়িয়ার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠন বিরোধীদের বিরুদ্ধে বার বার শুদ্ধি অভিযানের তাগিদ দিলেও তাদের বিরুদ্ধে এতদিন কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে আপনাদের সুযোগ্য ও বিচক্ষণ নেতৃত্বে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের বিতর্কিত কমিটি ইতোমধ্যেই বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এটি সঠিক ও সময়োপযোগী একটি সিদ্ধান্ত। এজন্য মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষে থেকে আপনাদের প্রতি রইলো ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

উল্লেখ্য, মঠবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই বিবাহিত ও সন্তানের বাবা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ