পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের আসন্ন ত্রি বার্ষিক সম্মেলন বাতিলের দাবীতে উপজেলা আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীরা সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের ৩১ ডিসেম্বর ত্রি বার্ষিক সম্মেলন বাতিলের দাবীতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা একযোগে উপজেলার ১১টি ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় বিক্ষুদ্ধ আওয়ামী নেতাকর্মীরা সড়কে টায়ার জালিয়ে পাতানো সম্মেলন মানিনা মানব না বলে ¯েøাগান দিতে থাকে।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, আগামী ৩১ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের পাতানো ত্রি বার্ষিক সম্মেলন বাতিলের দাবীতে আমরা উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি/সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তি পূর্নভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। আগামী ৩ দিনের মধ্যে সম্মেলনের তারিখ পরিবর্তন না করা হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
