পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে ২ লাখ টাকা ও ১৪ ভরি লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার রাতে তার হারজী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসি ঘটনাস্থল পরির্শন করেছেন।
ভুক্তভোগী আবু হানিফ খান ৩ নম্বর মিরুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি।
ইউপি চেয়ারম্যান আবু হানিফ খান জানান, ৫-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বিল্ডিংয়ের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ নিচতলায় থাকা তার মা ও বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর আলমারী, শোকেজ ভেঙে নগদ ২ লাখ টাকা ও ১৪ ভরি স্বর্ণ লুটে নেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মঠবাড়িয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’