পিরোজপুর প্রতিনিধি :::: পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে মো. এমদাদুল শেখ নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
গতকাল শুক্রবার রাতে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের সাফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমদাদুল পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখবাড়ী এলাকার আলাউদ্দিন শেখের ছেলে। গুরুতর আহত আব্দুল্লাহ শেখ (২৫) পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মো. হুমায়ূন শেখের ছেলে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা হাসপাতালের চিকিৎসক মো. মিরাজুল ইসলাম বলেন, এমদাদুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আব্দুল্লাহ নামে একজন গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান- জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।