পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুরের মঠবাড়িয়ার কুমিরমারা গ্রামের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু আব্দুল্লাহর (০৮) চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করেছে মঠবাড়িয়া প্রবাসী মানব কল্যাণ ফোরাম নামক একটি মানবিক প্রতিষ্ঠান। শনিবার (২৫ জুলাই) সকালে মঠবাড়িয়া প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে শিশুটির পিতা-মাতার হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দ। থ্যালাসেমিয়া আক্রান্ত আব্দুল্লাহ উপজেলার কুমিরমারা গ্রাামের মোঃ শাহিন হাওলাদারের ছেলে।
এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাংবাদিক শাহাদাৎ হোসেন বাবু, মঠবাড়িয়া প্রবাসী মানব কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ মোহাম্মদ কাউসার মোক্তার ও সদস্য নাসির খান প্রমূখ।
উল্লেখ্য, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য দুই লাখ টাকা প্রয়োজন। শিশুটির দরিদ্র পিতা শাহিন হাওলাদার জানান, তার পক্ষে দুই লাখ টাকা সংগ্রহ করা সম্ভব না। শাহিন হাওলাদার তার শিশু সন্তনের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
