৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মঠবাড়িয়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সং*ঘ*র্ষে আ*হত ৭

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ::: পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ এবং দোয়াত-কলম মার্কার প্রার্থী বায়জিদ আহম্মেদ খানের সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাতে এ সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের সাতজন।

আহতদের মধ্যে বাবলু তালুকদার ও মোস্তফা খান নামে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাতেই শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

এর মধ্যে বাবলু তালুকদার আনারস প্রতীকের এবং মোস্তফা দোয়াত-কলমের সমর্থক।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে মিরুখালী ইউনিয়ন বাজারে চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিনের সমর্থকরা মিছিল বের করেন। মিছিলটি প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী বায়জিদ খানের নির্বাচনী কার্যালয়ের সামনে এলে উভয় পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এছাড়া আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনখালী গ্রামেও এই দুই প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ান। এতে দু’জন আহত হয়েছেন।

মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় দুই প্রার্থীর পক্ষেই মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ